Tor-Hoye-Jete-Chai-Lyrics

Tor Hoye Jete Chai song is from the movie Asur. This song is sung by Md Irfan & Sayani Palit. Music composed by Amit Mitra. Lyrics written by Dipankar.


🎵 Tor Hoye Jete Chai Lyrics from Asur

Song: Tor Hoye Jete Chai
Movie: Asur
Singer: Md Irfan & Sayani Palit
Music: Amit Mitra
Lyrics: Dipankar
Music Arrangement: Anujeet Ghosh, Amit Mitra, Souvik Kabi
Mix: Siddheswar Banerjee & Vicky A Khan
Sahenai: Hassan Ali
Guitar: Amit Mitra
Piano: Anujeet Ghosh
Recoding studio: Amv & DBS

🎵 Tor Hoye Jete Chai Song Lyrics In Bengali:

আমার বেঁচে থাকা কারণ শুধু তুই
তোকে আছে বলা আজ এটুকুই,
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।

ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
পারবো কি আমি বল?
তোর হয়ে যেতে চাই।
একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে
সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই..
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।

নেই প্রয়োজন, মিঠেল বাতাস
বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,
ফাঁকা লাগে সব, থাকলে নিরম
সাজানো ঘরের মাঝেও কত বনবাস।

হয়তো ঝড়, করছে পর
মিলবোই দুজনে,
ভয় কিসে, থমকে যাস
কোন যে বরণে।
ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে
মুছে যা সকল দোহাই,
এ জীবনের যতটা মানে
থাকনা জুড়ে পুরোটাই।

জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
চোখে আনলি তবু জল
তোর হয়ে যেতে চাই..
তোর হয়ে যেতে চাই,
কেন এতো দাবানল।

🎵 তোর হয়ে যেতে চাই লিরিক্স - অসুর

Amar beche thaka karon sudhu tui
toke ache bala aja etukui,
jani thikai dharabire hata, sunya pathe
dekha calache ekhana dina-rata, kono mate.

khati ki jodi basisa bhalo amai
tor hoye jete chai,
tor hoye jete chai,
parabo ki ami bala?
tor hoye jete chai.
ekabara chunye de, jena jai re bhije
se premera srabana kothaya khunje pai..
tor hoye jete chai,
tor hoye jete chai,
torai mato abikala
tor hoye jete chai.

এই ভিডিওটি ভালো লাগলে বা আরো এরকম বাংলা লিরিক্সের ভিডিও দেখতে চাইলে নিচের লাল বাটনটিতে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন
subscribe
Previous Post Next Post