আমাকে আমার মতো থাকতে দাও - অনুপম রায় | Amake Amar Moto Thakte Dao - Anupam Roy | Royz Audio

❤️ Subscribe: http://bit.ly/RoyzAudio

🎵 Song Credit:-

Song : Amake Amar Moto Thakte Dao
Artist : Anupam Roy
Movie : Autograph

🎵 Song Lyrics:-

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও

দূরবীণে চোখ রাখবো না-না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার
কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়
আশেপাশে আমি আর নেই
আমার জন্য আলো জ্বেলনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না-না-না
না-না-না-না, না-না-না-না
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

না... না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না... না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না

তোমার রক্তে আছে স্বপ্ন যত
তাঁরা ছুটছে রাত্রি-দিন নিজের মত
কখনো সময় পেলে একটু ভেবো
আঙুলের ফাঁকে আমি কই!
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যত শুকনো পেয়াজ কলি ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না-না-না
না-না-না-না, না-না-না-না
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

না... না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না... না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না... না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না


এই ভিডিওটি ভালো লাগলে বা আরো এরকম বাংলা লিরিক্সের ভিডিও দেখতে চাইলে নিচের লাল বাটনটিতে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন
subscribe

Related Tags:

#আমাকে_আমার_মত_থাকতে_দাও,royz audio,আমাকে আমার মত থাকতে দাও,আমাকে আমার মত,আমাকে আমার মতো থাকতে দাও,আমাকে,amake amar moto thakte dao,amake amar moto thakte dao anupom roy,amake amar moto,amake amar moto thakte dao lyrics,amake amar moto thakte dao anupam roy,amake amar moto thakte dao anupam roy lyrics,অনুপম রায়,আমার,অনুপম রায়ের নতুন গান,Amake Amar moto thakte dao full song lyrices,Autograph,Bangla song Lyrics,Amake Amar Moto Thakte Dao Lyrics,amake amar moto thakte dao lyrics in bengali,amake amar moto thakte dao lyrics in bangla,amake amar moto thakte dao lyrics song,amake amar moto thakte dao song,Amake amar moto thakte dao by anupam roy,

Post a Comment

Previous Post Next Post