Saaware Lyrics Ishan Mitra & Madhuparna Ganguly
Saaware Song Is Sung by Ishan Mitra & Madhuparna Ganguly from Korapaak Bengali Movie. Featuring: Payel Sarkar And Saurav Das. Music Composed by Santajit Chatterjee And Saaware Lyrics In Bengali Written by Santajit Chatterjee. Music programming By Arijit Sengupta And Mixing and Mastering by Subhadeep Mitra.
Song Credit:
Song Name :- Saaware
Singers :- Ishan Mitra, Madhuparna Ganguly
Music & Lyrics :- Santajit Chatterjee
Music programming : Arijit Sengupta
Sarod :- Prosenjit Sengupta
Flute :- Bubai Nandi
Guitar & Bass :- Raja Chowdhury.
Tabla :- Kingshuk Mukhopadhyay
Violin :- Sandipan Ganguly
Mixing and mastering :- Subhadeep Mitra
Saaware Lyrics In Bengali:
অঝোরে ঝরে পড়েছে রাত
আমিও ভালবেসে হঠাৎ
আঁকড়ে ধরেছি তোকে যেই
তুই নেই
ঠিকানা হারিয়ে ফেলে ফোন
একাকী কেঁদে চলেছি যখন
থেকে হেঁটেছি তোর পথেই
তুই নেই, তুই নেই
স্বপ্নহীন বৃষ্টিতে বয়ে যাবে তোর মতই
ডায়েরির ভাঁজে আনমনা হাত
লুকিয়ে রাখিস যত
স্বপ্নহীন বৃষ্টিতে বয়ে যাবে তোর মতই
ডায়েরির ভাঁজে আনমনা হাত
লুকিয়ে রাখিস যত
সাওয়ারে, সাওয়ারে তোরে বিন
রোওবে আঁখিয়া
সাওয়ারে, সাওয়ারে তোরে বিন
রোওবে আঁখিয়া
পকেটে খুচরো কবিতায়
স্তব্ধ রুমাল খুনসুটি
পকেটে খুচরো কবিতায়
স্তব্ধ রুমাল খুনসুটি
আমিও থমকে গেছি প্রায়
ধুলোয় কুড়িয়ে খোলা চিঠি
নিভে যাওয়া এ রাত অজুহাত খোঁজেনা
অভিমানী এ মন কি কারণ বোঝেনা
সে বোঝেনা, বোঝেনা, বোঝেনা
আঁধারে আলো বৃষ্টি রেশ
ফুরিয়ে দিয়েছে অবশেষ
এই জল কাতুরে জানলাটায় কে দাঁড়ায়
পলকা ঠোঁটে দুঃখ গান
অথবা নিভৃতে অভিমান
জমেছে আজ মন পাড়ায় এসময় অসময়
ঝাপসা চোখ ক্লান্ত হোক
ব্যথা পাক সব ক্ষতই
ডাইরির ভাজে আনমনা হাত
লুকিয়ে রাখিস যত
ঝাপসা চোখ ক্লান্ত হোক
ব্যথা পাক সব ক্ষতই
ডাইরির ভাজে আনমনা হাত
লুকিয়ে রাখিস যত
সাওয়ারে, সাওয়ারে তোরে বিন
রোওবে আঁখিয়া
সাওয়ারে, সাওয়ারে তোরে বিন
রোওবে আঁখিয়া
Saaware Lyrics In English:
Ajhore jhore poreche raat
Amio bhalobeshe hottat
Aakre dhorechi toke je
Tui nei….
Thikana hariye fele phone
Ekaki beje choleche je tokhon
Theme hetechi tor pathei
Tui nei….Tui nei….
Shopnoheen brishtidin boye jebe tor motoi
Diaryr vaje anmona haat
Lukiye rakhis jotoi.
Shopnoheen brishtidin boye jebe tor motoi
Diaryr vaje anmona haat
Lukiye rakhis jotoi.
Saaware… saaware…tore huh….
Rowbe akhiya.
Saaware… saaware…tore huh….
Rowbe akhiya.
Post a Comment