Mon Pakhi Song Lyrics From Uraan Movie
Mon Pakhi Lyrics is penned by Srijato. The song is from a Bengali Movie Uraan. Singer of the song is Aman Sethia (Moksha Band). Music is composed by Joy Sarkar and the director is Tridib Raman.
Song Credit
Song: Mon Pakhi
Movie: Uraan (উড়ান)
Singer: Aman Sethia (Moksha Band)
Lyrics: Srijato
Music: Joy Sarkar
Director: Tridib Raman
Mon Pakhi Lyrics in Bengali
একটু একটু উদাসিনী সে
একটু মেজাজি
সব পোরানো আগুনে সে
ঝাপ দিতে রাজি
একটু একটু উদাসিনী সে
একটু মেজাজি
সব পোরানো আগুনে সে
ঝাপ দিতে রাজি
নীল পালকের রক্ত লেখা
কাচ বিধিয়ে বাঁচতে শেখা
পারিনা এই জীবনটা
ধরেছি বাজি
ও মন পাখি, ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া
কি করে থাকি
ও মন পাখি, ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া
কি করে থাকি
একটু জিদ্দি আনমনা সেই
আসবে পরোয়া
ঘর পালানো গল্প গুলো
হয় না ঘরোয়া
একটু জিদ্দি আনমনা সেই
আসবে পরোয়া
ঘর পালানো গল্প গুলো
হয় না ঘরোয়া
এক তুড়িতে সবটা ফেলে
ঝক্কি নেবে লক্ষ্মী ছেলে
ভয় দেখাতে ব্যর্থ তাকে
লক্ষ্য তরোবার
ও মন পাখি, ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া
কি করে থাকি
ও মন পাখি, ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া
কি করে থাকি
ও ডাকছে তাকে জল বারুদে
ধকধকে আকাশ
স্বপ্ন গুলো ঝলসে গেলে
চোখ খুলে তাকাস
ডাকছে তাকে জল বারুদে
ধকধকে আকাশ
স্বপ্ন গুলো ঝলসে গেলে
চোখ খুলে তাকাস
জন্ম হবে ফেলুর আগুনে
ছাই ওড়ানো গল্প শুনে
যাক না মানা এই জীবনে
সবই তো ঝাকাস
ও মন পাখি, ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া
কি করে থাকি
ও মন পাখি, ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া
কি করে থাকি
ও মন পাখি, ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া
কি করে থাকি
ও মন পাখি, ও মন পাখি
তোকে ছাড়া তোকে ছাড়া
কি করে থাকি
Mon Pakhi Lyrics in English
Ektu ektu udashini se
Ektu mejaji
Sob porano agune se
Jhap dite raji
Nil paloker rokto lekha
Kac bidhiye bacte sekha
Parina ei jibon ta
Dhorechi baji
O mon pakhi o mon pakhi
Toke chara toke chara
Ki kore thaki
Ektu jidii anmona sei
Asbe poroya
Ghor palano golpo gulo
Hoy na ghoroya
Ek turite sobta fele
Jhokki nebe lokkhi chele
Bhoy dekhate byartho take
Lokkho torobar
O mon pakhi o mon pakhi
Toke chara toke chara
Ki kore thaki
O dakche take jol barude
Dhokdhoke akash
Swapno gulo jholshe gele
Chokh khule takash
Jonmo hobe felur agune
Chhai orano golpo shune
Jak na mana ei jibone
Sobi to jhakash
O mon pakhi o mon pakhi
Toke chara toke chara
Ki kore thaki
Post a Comment